একাদশ শ্রেণিতে যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে ভর্তি হতে পারেনি বা ভর্তির আবেদন করতে পারেনি তাদের ভর্তির সুযোগ দিতে চতুর্থ দফায় আবেদনের সুযোগ দেয়া হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করে চতুর্থ ধাপের আবেদন চাওয়া হবে। রোববার (৩০ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন আর রশিদ দৈনিক শিক্ষাকে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক হারুন আর রশিদ দৈনিক শিক্ষাকে বলেন, একাদশে ভর্তিতে অনেক শিক্ষার্থী আবেদন করেনি। আবেদন করেও অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে ভর্তি হয়নি। যেসব শিক্ষার্থী ভর্তি বঞ্চিত হয়েছেন তাদের ফের আবেদনের সুযোগ দেয়া হবে। তাদের সুযোগ দিতে ৪র্থ দফায় আবেদন গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, জুলাই মাসের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করে শিক্ষার্থীদের এ বিষয়ে জানিয়ে ৪র্থ দফার আবেদন চাওয়া হবে। আশা করছি ভর্তি বঞ্চিতরা চতুর্থ দফায় আবেদনের সুযোগ পাবেন।
১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে বলেও দৈনিক শিক্ষাকে নিশ্চিত করেছেন অধ্যাপক হারুন আর রশিদ।
সুত্রঃ দৈনিক শিক্ষা
إرسال تعليق
Thanks for you valuable comment.