ব্যবসায় উদ্যোগ
সেট-ঘ
তারিখ: ২০/০২/২০২০
উত্তরসমূহ :
১। কোন অংশীদার ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে না?
উত্তর: (গ) নামমাত্র অংশীদার (পৃষ্ঠা নং-৪৫)
২। বগুড়ার নায়েব আলী একজন সফল উদ্যোক্তা হিসাবে অনুকরণীয় কেন?
উত্তর: (ক) আত্মকর্মসংস্থান দৃষ্টিমূলক কাজের জন্য (পৃষ্ঠা নং-১৪৫)
৩। বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনটি?
উত্তর: (গ) কপিরাইট (পৃষ্ঠা নং-৬৭)
৪। কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে?
উত্তর: (খ) উৎপাদন (পৃষ্ঠা নং-১০৭)
৫। বিজ্ঞাপনের মাধ্যম কোনটি?
উত্তর: (গ) নিয়ন আলো (পৃষ্ঠা নং-১১২)
৬। শিল্পের আধুনিকায়নে কোন ধরনের সহায়তা প্রয়োজন?
উত্তর: (খ) সমর্থনমূলক (পৃষ্ঠা নং-১২৪)
৭। পরিবেশ দূষণ বেড়ে যাওয়ার কারণ-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা নং-১৩৪)
৮। কোন সফল উদ্যোক্তা ‘রত্নগর্ভা’ যা মা অ্যাওয়ার্ড’ চালু করেন?
উত্তর: (ঘ) আবুল কালাম আজাদ (পৃষ্ঠা নং-১৪৪)
৯। ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: (খ) সামাজিক
১০। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে কোন প্রতিষ্ঠান অধিকতর ঋণ সুবিধা দিচ্ছে?
উত্তর: (ঘ) ব্র্যাক (পৃষ্ঠা নং-১২২)
১১। প্রাতিষ্ঠানিক সাফল্য কোনটির ওপর নির্ভর করে?
উত্তর: (ক) সাংগঠনিক দক্ষতা (পৃষ্ঠা নং-১৫)
১২। অবকাঠামোগত উপাদান কোনটি?
উত্তর: (খ) বিদ্যুৎ (পৃষ্ঠা নং-১৭)
১৩। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানমূলক প্রকল্পের কাজ হলো
উত্তর: (গ) i ও iii (পৃষ্ঠা নং-৩৩)
১৪। জনাব সাদেকের শিল্পটি কোন ধরনের?
উত্তর: (ঘ) উৎপাদনমুখী শিল্প (পৃষ্ঠা নং-৮৪)
১৫। জনাব সাদেকের মধ্যে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পেয়েছে?
উত্তর: (ক) গণতান্ত্রিক
১৬। জনাব সাদেক মাঝে মধ্যে যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন তা হলো-
উত্তর: (ঘ) জনতা ব্যাংক
১৭। কোন ধরনের অংশীদারদের দায় অসীম
উত্তর: (ঘ) সাধারণ অংশীদার (পৃষ্ঠা নং-৪৪)
১৮। রাস্তায় ডিম ভর্তি ভ্যান গাড়ি উল্টে যাওয়ার ক্ষতি পূরণের জন্য কোন বিমা প্রযোজ্য?
উত্তর: (গ) দুর্ঘটনা বিমা (পৃষ্ঠা নং-৭১)
১৯। কোনটি পরিকল্পনা?
উত্তর: (খ) সুনির্দিষ্ট দিক নির্দেশনা (পৃষ্ঠা নং-৯৬)
২০। কোনটি সেবা শিল্প?
উত্তর: (ক) বিনোদন
২১। কোনটি ফ্রানসাইজিং পদ্ধতির ব্যবসায়?
উত্তর: (ক) কেনটাকি (পৃষ্ঠা নং-৬৫)
২২। ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ মাইক্রোস্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত?
উত্তর: (ঘ) বাজার চাহিদা (পৃষ্ঠা নং-৭৬)
২৩। বাংলাদেশে সম্ভাবনাময় আয়বর্ধক বৃহৎ শিল্প কোনটি?
উত্তর: (ঘ) তৈরি পোশাক (পৃষ্ঠা নং-৯০)
২৪। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি?
উত্তর: (ক) নিজের দক্ষতা (পৃষ্ঠা নং-২৬)
২৫। এই ব্যবসায় প্রতিষ্ঠানটি পুঁজির যোগানদাতা কে?
উত্তর: (ঘ) সরকার (পৃষ্ঠা নং-৫৮)
২৬। উদ্দীপকের ন্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফার ক্ষেত্রে কোনটি ঘটবে?
উত্তর: (ক) i ও ii (পৃষ্ঠা নং-৫৮)
২৭। জমি ক্রয় বিক্রয়ের ব্যবসায় করতেন কোন সফল উদ্যোক্তা?
উত্তর: (খ) জহুরুল ইসলাম (পৃষ্ঠা নং-১৩৯)
২৮। বিনিময়ের মাধ্যম হিসাবে কোন যুগে কাগজী মুদ্রার প্রচলন শুরু হয়?
উত্তর: (গ) মধ্যযুগে (পৃষ্ঠা নং-৩)
২৯। ব্যবসায় উদ্যোগ বাধাগ্রস্ত হয়
উত্তর: (গ) i ও iii (পৃষ্ঠা নং-২০)
৩০। ডাঃ আসপেনিয়ার প্রাইভেট ক্লিনিকের আয় কোন ধরনের কাজ?
উত্তর: (খ) প্রত্যক্ষ সেবা (পৃষ্ঠা নং-৫).
General Science MCQ Solution 2020
إرسال تعليق
Thanks for you valuable comment.