SSC Bangla 2nd Paper MCQ SOLUTION 2020


চট্টগ্রাম বোর্ড
বাংলা
দ্বিতীয় পত্র
সেট-ক
তারিখ: ০৪/০২/২০২০
উত্তরসমূহ :
১। কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থে
ব্যবহৃত হয়েছে?
উত্তর: (খ) অজপাড়া গাঁয়ের অজমূর্খ
২। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
উত্তর: (খ) পিচাশ
৩। ‘আমার পড়তে হচ্ছে’-বাক্যটি কোন
বাচ্য?
উত্তর: (গ) ভাববাচ্য
৪। অন্যায় কাজ করোনো-বাক্যের
ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করেছে?
উত্তর: (ক) নির্দেশক ভাব
৫। ‘লিখ’ আদিগণের সদস্য কোনটি?
উত্তর: (খ) চিন্
৬। যে সকল ধাতুর সকল কালের রূপ পাওয়া
যায় না তাদেরকে বলে-
উত্তর: (ক) অজ্ঞতমূল ধাতু
৭। তব, তব, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত
‘অ’ কেমন উচ্চারণ হয়?
উত্তর: (ক) সংবৃত
৮। আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন
কাল ব্যবহৃত হয়?
উত্তর: (খ) ভবিষ্যৎ
৯। প্রত্যয় উক্তির ‘আগামী কাল’ পরোক্ষ
উক্তিতে কী হবে?
উত্তর: (গ) পরদিন
১০। ‘দৌহিত্র’ শব্দটি অর্থগতভাবে-
উত্তর: (খ) যৌগিক শব্দ
১১। কোন শব্দটি আ + এ = ঐ নিয়মে
সাধিত সন্ধি?
উত্তর: (ক) জনৈক
১২। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিজাত
শব্দ?
উত্তর: (ক) পতঞ্জলি
১৩। সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?
উত্তর: (গ) গুণবাচক বিশেষ্য
১৪। কোনটি ‘অলক’ শব্দের প্রতিশব্দ?
উত্তর: (গ) চিকুর
১৫। কোন শব্দগুচ্ছটির প্রাণিবাচক ও
অপ্রাণিবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়?
উত্তর: (গ) কুল, সকল, সব, সমূহ
১৬। কোনগুলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়?
উত্তর: (গ) যদি, যেন
১৭। মাত্রাহীন, অর্ধমাত্রা এবং
পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা যথাক্রমে-
উত্তর: (গ) ১০, ৮, ৩২
১৮। উচ্চারণ স্থানানুযায়ী র, ড়, ঢ় কোন
ধরনের বর্ণ?
উত্তর: (ঘ) তাড়নজাত
১৯। ‘চাবি’ কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তর: (ঘ) পর্তুগিজ
২০। বাংলা ভাষার কোন শব্দগুলোকে
খাঁটি বাংলা শব্দ বলা হয়?
উত্তর: (গ) তদ্ভব
২১। স্বরভক্তির অপর নাম কী?
উত্তর: (খ) বিপ্রকর্ষ
২২। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য
মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী
বলে?
উত্তর: (গ) অসমীকরণ
২৩। কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক
শব্দ?
উত্তর: (খ) দাদি
২৪। ণত্ব-ষত্ব বিধান কোন শ্রেণির শব্দে
ব্যবহৃত হয়?
উত্তর: (ক) তৎসম
২৫। আদেশ, নিষেধ, উপদেশ অর্থে
ক্রিয়াপদে কোন ভাব হয়?
উত্তর: (ঘ) অনুজ্ঞা
২৬। ‘সূর্য’ উঠলে আধার দূরীভূত হয়-
বাক্যে ‘উঠলে’ কোন ক্রিয়া?
উত্তর: (খ) অসমাপিকা
২৭। ‘বিশ্বনবি’ কোন ধরনের বিশেষ্য?
উত্তর: (ক) সংজ্ঞাবাচক
২৮। ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
উত্তর: (গ) মুখ চন্দ্রের ন্যায়
২৯। সুতি কাপড় অনেক দিন টেকে-কোন
বাচ্যের উপদাহরণ?
উত্তর: (ঘ) কর্মকর্তৃবাচ্য
৩০। যে নারীর সন্তান বাঁচে না-এক
কথায় কী হবে?
উত্তর: (ঘ) মৃতবৎসা।

Post a Comment

Thanks for you valuable comment.

أحدث أقدم