রুটিন ফর এইচএসসি ব্যাচ ২০২০


রুটিন ফর এইচএসসি ব্যাচ ২০২০:
কয়েকদিন আগে একটা পোষ্টে বলেছিলাম এইচএসসি ব্যাচ ২০২০ এর জন্য পূর্নাঙ্গ প্রস্তুতির একটি সাজানো রুটিন করে দেবো।কথামতো আজ পোষ্ট নিয়ে আসলাম।সরি ফর দেট ভাইয়া,আমি শুধু দিক নির্দেশনা আর কারিকুলামটা বলে দিবো,রুটিনটা তোমরাই সাজাতে হবে।কেননা কারো ক্লাশ থাকে ৭ টায় কারো ৮ টায় কারো ১০ টায়,কারো কোচিং থাকে কারো পরীক্ষা থাকে,সব মিলিয়ে আমার রুটিনের সাথে তোমার সময়ের কখনোই মিলবেনা এটাই স্বাভাবিক।তাই রুটিনটা সাজাতে তোমার সময়ের দিকটা হিসেব করে,নিম্নোক্ত দিক নির্দেশনা ফলো করে ব্যাক্তিগতভাবে একটা রুটিন সাজিয়ে নিবে।
রুটিনটিকে ২ ভাগে ভাগ করবো।
১)যাদের এখনো পুরো বই একবারো রিভিশন হয়নি।
২)যাদের পুরো বই একবার হলেও রিভিশন হয়েছে।
নাম্বার ১ এর জন্য যা যা করনীয়-
১)আগামী ১ মাস টার্গেট করবা শুধু যেসকল চাপ্টারগুলো এখনো পড়া হয়নি সেগুলো পড়া কমপ্লিট করতে।তোমরা রিভিশন শুরু করবা ১ মাস পর হতে।
নাম্বার ২ এর জন্য যা করনীয়-
তোমাদের যদি এখন সম্পূর্ন বই একবার পড়াও হয়ে থাকে তারপরেও এখন থেকেই রিভিশন শুরু করার দরকার নাই।প্রি টেষ্ট এক্সামের আগ পর্যন্ত তোমাদের ব্যাক্তিগত ভাবে যেসকল চাপ্টার কঠিন মনে হয় বা সম্পূর্ন পড়া হয়নি সেগুলো বুঝে বুঝে ভালোভাবে পড়বে।
আমি আমার মতে যে রুটিনটা বেষ্ট মনে হয়েছে সেরকমভাবে সাজিয়ে দিচ্ছি।সবাই ব্যাক্তিগতভাবে রুটিনটা সাজিয়ে নিবা।
১)ঘুম-জাগা:-
এতোদিন রাত কয়টায় ঘুমিয়েছো সকাল কয়টায় উঠছো সব বাদ,এখন থেকে রাত ১১ টায় ঘুমাবে আর সকাল ৫ টায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে।
২)পড়ার সময় বন্টন-
তোমার কলেজ,পরীক্ষা,প্রাইভেট,নামাজ খাওয়া-দাওয়া,গোসল,ঘুম বাদ দিয়ে যে সময়টা পাবে সবটুকু সময় পড়ায় কাটানোর চেষ্টা করবে।তবে যতো ব্যাস্ততাই থাকুকনা কেন চেষ্টা করবে দৈনিক কমপক্ষে ৬ ঘন্টা যেনো পড়ার টেবিলে কাটাতে পারো।আর একটা সাবজেক্ট কখনোই একনাগারে পড়বা না।দৈনিক কমপক্ষে ৪ টি বিষয় পড়ার চেষ্টা করবা।একটা সাবজেক্ট ২ ঘন্টার বেশি কখনোই পড়বানা।
৩)সাবজেক্ট বন্টন-
সাবজেক্ট বন্টনটা সম্পূর্ন তুমি নিজে করে নিতে হবে।তবে আমি বলবো ঘুম থেকে উঠে বিজ্ঞানের স্টুডেন্টরা ফিজিক্স/ম্যাথ পড়বে।কমার্সের স্টুডেন্টরা একাউন্টিং/ ইংরেজী এবং মানবিকের স্টুডেন্টরা আইসিটি/ইংরেজী পড়বে।
আর ঘুমানোর আগে সবাই বাংলা/সহপাঠ/ইতিহাস এরকম মজার কোনো সাবজেক্ট পড়বে।যা তোমার ঘুমকে কাটাতে সাহায্য করবে।তবে রুটিনে বিজ্ঞানের স্টুডেন্টরা ফিজিক্স,ম্যাথ,ইংরেজী প্রতিদিন বাধ্যতামূলক রাখবে।
কমার্সের স্টুডেন্টরা একাউন্টিং,ফিন্যান্স ইংরেজী মাস্ট রাখবে।
মানবিকের স্টুডেন্টরা আইসিটি,ইংরেজী,ইকোনোমিক্স দৈনিক পড়বে।
৪)টার্গেট করা-
সবসময় আগামী এক সপ্তাহের একটা পড়ার টার্গেট করে নিবা।যতোই ব্যাস্ততা থাকুক টার্গেট ফুলফিল করার ট্রাই করবা।এখন আমি মডেল হিসেবে ১ দিনের একটা করে দিচ্ছি,ঠিক এরকম করে প্রতি সপ্তাহে একটা করে টার্গেট নিয়ে পড়বা।
আগামী ১ দিনের পড়ার টার্গেট-
দিন--গ্রুপ--বিষয়--পড়া
১ম দিন-
বিজ্ঞান-পদার্থবিজ্ঞান-ভেক্টর থিওরি।
গনিত-ম্যাট্রিক্স।
জীববিজ্ঞান-কোষ বিভাজন।
ব্যাবসায় শিক্ষা বিভাগ-একাউন্টিং ১ম পত্র-১ম অধ্যায়।
ফিন্যান্স ১ম পত্র-১ম অধ্যায় অর্ধাংশ।
ইংরেজী-Article only rules.
মানবিক-আইসিটি-১ম চাপ্টার রোবোটিক্স পর্যন্ত।
ইংরেজী-article only rules.
বাংলা-বিড়াল।
এরকম করে যদি টার্গেট নিয়ে পড়তে পারো ২ মাস পর দেখবা বই রিভিশন হয়ে গেছে।ট্রাষ্ট মি ভাইয়া এভাবে নিয়মিত পড়লে অনেক ভালো করতে পারবে।তোমাদের এখনো প্রি টেষ্ট,টেষ্ট,মডেল টেষ্ট সব এক্সাম বাকি।তাই এখন থেকে দৈনিক পড়া দিচ্ছিনা।টেষ্ট এক্সাম শেষ হলে তখন তোমরা অবসর সময় পাবে রিভিশনের জন্য।তখন থেকে দৈনিক পড়া দেবো যা তোমার প্রস্তুতিকে আরো শক্ত করবে।

2 Comments

Thanks for you valuable comment.

Post a Comment

Thanks for you valuable comment.

Previous Post Next Post